বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ৩১২ নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন আরও দুইজন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৪৭ জন। মোট মারা গেছেন ১১১ জন।

সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৭২ জন। সোমবার (১৯ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
 
আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ২৯ জন, ফকিরহাটে ২৩, মোড়েলগঞ্জে ৬, মোংলায় ১, কচুয়ায় ৪, চিতলমারী ৩ এবং শরণখোলায় ৪ জন রয়েছেন।

ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে এক দিনে মারা গেছেন দুইজন। লকডাউন শিথিল ও কোরবানি উপলক্ষে লোকজন খুবই বেশি বাইরে বের হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজনছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ করেন তিনি।

তানজীম আহমেদ/এমএসআর