রাজশাহী বিভাগের আট জেলায় প্রাণঘাতী করোনার সংক্রমণ ছাড়িয়ে গেছে ৭৫ হাজার। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ধরা পড়েছে ৮৮৭ জনের। এ নিয়ে সংক্রমণ দাঁড়িয়েছে ৭৫ হাজার ৮৮ জনে।

একই দিনে বিভাগজুড়ে করোনায় প্রাণ গেছে ১২ জনের। এ নিয়ে বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল ১ হাজার ১৭৪ জনে। এর আগে ১৪ জুলাই ৭০ হাজার এবং ১০ জুলাই ৬৫ হাজার ছাড়িয়ে যায় সংক্রমণ।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত বছরের ১২ এপ্রিল বিভাগে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এর ১৪ দিনের মাথায় ২৬ এপ্রিল রাজশাহীতে করোনায় প্রথম প্রাণহানি ঘটে।

করোনা সংক্রমণের প্রায় তিন মাসে ২৯ জুন সংক্রমণ ৫ হাজারে পৌঁছায়। সংক্রমণ বাড়তে থাকায় একই বছরের ২০ জুলাই পৌঁছে যায় ১০ হাজারে।

সংক্রমণ ২০ হাজার পৌঁছাতে সময় লাগে প্রায় দুই মাস (৩০ সেপ্টেম্বর)। এরপর কিছুটা কমে সংক্রমণের মাত্রা। চলতি বছরের ২০ জানুয়ারি সংক্রমণ পৌঁছায় ২৫ হাজারে।

গত ঈদুল ফিতরের পর এই অঞ্চলে ফের বাড়তে শুরু করে করোনার সংক্রমণ। এরপর ১৯ এপ্রিল ৩০ হাজার, ৩০ মে ৩৫ হাজার, ১০ জুন ৪০ হাজার, ১৭ জুন ৪৫ হাজার, ২৬ জুন ৫০, ৩০ জুন ৫৫ হাজার এবং ১০ জুলাই ৬৫ হাজার এবং ১৪ জুলাই ৭০ হাজার ছাড়িয়ে যায়।

সময় যতই গড়িয়েছে ধীরে ধীরে ততই ভয়ংকর হয়ে উঠেছে মহামারি করোনা। বিভাগে প্রাণহানির সেঞ্চুরি পেরিয়েছে গত বছরের ৭ জুলাই। এরপর গত বছরের ২৯ আগস্ট প্রাণহানি আড়াই শ ছড়িয়ে যায়।

গত বছরের আগস্টের পর বিভাগে করোনার প্রকপ কিছুটা কম ছিল। প্রাণহানিও ঘটেছে কম। তবুও গত ১১ জুন প্রাণহানি ৫০০ ছাড়িয়ে যায়। এই অঞ্চলে মারাত্মক সংক্রামক করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়েছে। এতেই তরতরিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু।

এদিকে, সোমবার (১৯ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এর মধ্যে ১৯০ জন রাজশাহীর ও ১৯০ জন পাবনা জেলার বাসিন্দা। এছাড়া সিরাজগঞ্জে ১৭৯, বগুড়ায় ১৬৯, নাটোরে ৬৯, জয়পুরহাটে ৪৩, চাঁপাইনবাবগঞ্জে ২৭ এবং নওগাঁয় ২০ জনের করোনা ধরা পড়েছে।

এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণহানি ঘটেছে এক হাজার ১৭৪ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন। এর মধ্যে বগুড়ায় ৭, রাজশাহীতে ২, নওগাঁয় একজন, পাবনায় একজন এবং সিরাজগঞ্জে একজন প্রাণ হারিয়েছেন।

এই দিন চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও জয়পুরহাটে করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত বগুড়ায় ৫০২, রাজশাহীতে ২১২, চাঁপাইনবাবগঞ্জে ১২৯, নওগাঁয় ১১৪, নাটোরে ৯৬, জয়পুরহাটে ৪৬, সিরাজগঞ্জে ৪৩ এবং পাবনায় ৩২ জন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসাবে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১ হাজার ৩০ জন। এর মধ্যে এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫ জন। একই দিনে হাসপাতালে এসেছেন ১৮৮ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ হাজার ৪২ জন।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর