নীলফামারী জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। এ সময় নতুন করে ৫১ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে নীলফামারীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ৬ জনের মধ্যে নীলফামারী সদর উপজেলার ২ জন, ডোমার উপজেলার ১ জন, জলঢাকা উপজেলার ২ জন এবং সৈয়দপুর উপজেলার ১ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলায় ২ হাজার ৯০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নীলফামারী সদর উপজেলায় ১ হাজার ৬১১ জন, সৈয়দপুরে ৪৮৯ জন, ডোমারে ২২০ জন, ডিমলায় ১৫৫ জন, জলঢাকায় ৩০৮ জন এবং কিশোরগঞ্জে ১২৪ জন। 

বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতাল, উপজেলা হাসপাতাল ও বাড়িতে মোট ৫৮৪ জন চিকিৎসাধীন আছেন। জেলায় নতুন ৬ জনসহ ৫৪ জন মারা গেলেও সুস্থ হয়েছেন ২ হাজার ২৫১ জন।

মাহমুদ আল হাসান রাফিন/এইচকে