টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কয়েক দিন কম থাকার পর আবারও বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে নতুন করে ২২৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই সময়ে ৮৬২ জনের নমুনা পরীক্ষায় ২২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এতে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৬৫ জনে। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৮৭ শতাংশ। জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে ৬ হাজার ৪০৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, করোনা ও উপসর্গ নিয়ে জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে। মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নেই। ঈদকে কেন্দ্র করে তারা ভুলেই গেছে করোনাভাইরাসের বিষয়টি।

তবে প্রত্যেক মানুষকে টিকার আওতায় আনা গেলে এর সংখ্যা অনেকাংশে কমে যাবে বলে মনে করেন সিভিল সার্জন।

অভিজিৎ ঘোষ/এনএ