২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে তারা চিকিৎসাধীন ছিলেন। এছাড়া নতুন করে আরও ৯২ জনের শরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (১৯ জুলাই) বেলা ১১টা থেকে মঙ্গলবার (২০ জুলাই) বেলা ১১টা পর্যন্ত মৃতরা হলেন সাতক্ষীরা সদরের নুনগোলা গ্রামের খলিলুর রহমান (৭৫), ছানকা গ্রামের রেহেনা খাতুন (৫০), এল্লারচরের হরিপদ মন্ডল (৮০), বালিয়াডাঙা গ্রামের সরবানু (৪৫), তালা সদরের মোমেনা বেগম (৪৫)।

এছাড়া কালিগঞ্জ উপজেলার চরযমুনা গ্রামের আব্দুল গাজী (৭৫), যশোরের কেশবপুর উপজেলার চিংরা গ্রামের আলীম গাজী (৫২), সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া গ্রামের মাসুদ রানা (২৭), দেবহাটার বয়রা গ্রামের শামসুন্নাহার (৫৫), আশাশুনি সদরের রেনজিরা খাতুন (৬০) মারা যান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল বলেন, হাসপাতালে ২১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৭ জন করোনা পজিটিভ ও বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার বলেন, ২৪ ঘণ্টায় ৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ৮২ জন ও উপসর্গ নিয়ে ৪৮৫ জনের মৃত্যু হয়েছে।

আকরামুল ইসলাম/এমএসআর