আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শ্রমিকের
সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে আশুলিয়ার উষা পল্ট্রি মোড় এলাকার এম এ মতিনের বাউন্ডারির ভেতর এ ঘটনা ঘটে। এর আগেও তার মালিকানাধীন একটি বাউন্ডারির ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর থানার বনগ্রাম এলাকার জিন্নাত আলীর ছেলে জাকির হোসেন (২১) ও একই এলাকার ছোলাইমান হোসেনের ছেলে মো. আজাদ (২৫)। আহত চার জনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, এমএ মতিন নামে এক ব্যক্তির মালিকানাধীন বাউন্ডারির ভেতর সিকিউরিটি লাইটের কাজ করছিলেন দুই শ্রমিক। এ সময় পাশে থাকা বিদ্যুৎ সংযোগে স্পর্শ লাগলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে মতিন নিজের গাড়ি করে তাদের মরদেহ সাভার সুপার মেডিকেল হাসপাতালে নিয়ে যাণ।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হামিদ জানান, পাঁচ-ছয় জন লোক মিলে একটি সিকিউরিটি লাইটের খুঁটি বসাতে যান। এ সময় পাশের ২ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে দুইজন মারা যান। বাকি চারজন গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
বিজ্ঞাপন
সাভার সুপার হাসপাতালের ডিউটি ম্যানেজার মেহেদী হাসান জানান, হাসপাতালে আসার আগেই দুইজন মারা যান।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাহিদুল মাহিদ/আরএআর