রংপুরে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ৪
আশঙ্কাজনক আরও চার যাত্রীসহ অন্তত ৩০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে
রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শামসুর রহমান (৪২) নামের একজনের পরিচয় মিললেও বাকিদের এখন নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (২১ জুলাই) বেলা আড়াইটার দিকে তারাগঞ্জ উপজেলা পরিষদ-সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে আনজিরনেছা কৃষি ইনস্টিটিউটের সামনে হতাহতের এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-নবী প্রধান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা আড়াইটার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ ও ঢাকার আশুলিয়া আসা হিমাচল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন যাত্রীর মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্তত ৩০ জন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শামসুর রহমানের মৃত্যু হয়।
দুর্ঘটনার আহত আফসার রহমান (২৮) নামের এক যাত্রী ঢাকা পোস্টকে জানান, ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করেন। সেখান থেকে মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে হিমাচল পরিবহনে তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করেন। তার বাড়ি তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট ডাঙ্গাপাড়া গ্রামে। ঈদযাত্রায় তার সহধর্মিণীও সঙ্গে ছিলেন। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
আফসার আরও জানান, দুর্ঘটনায় অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। তাদের বেশির ভাগ যাত্রী পোশাক কারখানার শ্রমিক। তারা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনায় ঈদের আনন্দ নিরানন্দে পরিণত হয়েছে।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অণির্বান মল্লিক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আশঙ্কাজনক চারজনসহ বেশ কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তারাগঞ্জ থেকে রংপুরে নেওয়ার পথে শামসুর রহমান নামের একজন মারা গেছেন। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সিংগীমারী গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ জানান, দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এনএ