রাজশাহী বিভাগে করোনায় আরও ৮ জনের মৃত্যু
ফাইল ছবি
রাজশাহী বিভাগজুড়ে আরও ৮ জনের প্রাণ নিয়েছে মহামারি করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় সাতজন এবং সিরাজগঞ্জে একজন মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল এক হাজার ১৯১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ধরা পড়েছে ৪০২ জনের। এনিয়ে বিভাগজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ৭৬ হাজার ৪২৩ জন।
বিজ্ঞাপন
এ পর্যন্ত বিভাগে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ হাজার ৩৩২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এসেছেন ১৩৪ জন। একই দিনে হাসপাতাল ছেড়েছেন ৪৯৫ জন। এনিয়ে বিভাগে করোনা জয় করেছেন ৫২ হাজার ২৬৩ জন।
বুধবার (২১ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, গত এক দিনে যে ৪০২ জনের করোনা ধরা পড়েছে তার মধ্যে ১৩৪ জনই সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। এ ছাড়া বগুড়ার ৯৫ জন, রাজশাহীর ৮০ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ২৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ২১ জন, জয়পুরহাটের ৯ জন এবং নাটোরের ৫ জনের করোনা ধরা পড়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে যে ৮ জন মারা গেছেন তাদের মধ্যে সাতজনই বগুড়া জেলার বাসিন্দা। এ ছাড়া সিরাজগঞ্জে একজন মারা গেছেন। গত এক দিনে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট এবং পাবনা জেলায় করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বগুড়ায় ৫১১ জন, রাজশাহীতে ২১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৩১ জন, নওগাঁয় ১১৪ জন, নাটোরে ৯৭ জন, সিরাজগঞ্জে ৪৭ জন, জয়পুরহাটে ৪৬ জন এবং পাবনায় ৩২ জন মারা গেছেন।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর