যৌনপল্লিতে ১৫০০ কেজি মাংস দিলেন ডিআইজি হাবিবুর রহমান
উত্তরণ ফাউন্ডেশন’র উদ্যোগে ডিআইজি হাবিবুর রহমান এ মাংস বিতরণ করেন
জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির ১৫০০ পরিবারের মাঝে ‘উত্তরণ ফাউন্ডেশন’র উদ্যোগে ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের ব্যবস্থাপনায় কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জুলাই) বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রেলস্টেশন চত্বরে দৌলতদিয়ার যৌনকর্মীদের মাঝে এ ১৫০০ কেজি মাংস বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ঈদের দিন মাংস পেয়ে আনন্দিত যৌনকর্মীরা জানান, দৌলতদিয়ার এসব পরিবার এ-নিয়ে দুইবার কোরবানির মাংস পেল।
করোনা ও বন্যার ভয়াবহতার মধ্যে যখন এখানকার বাসিন্দারা অসহায় তখন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান মাংস বিতরণ করে এখানকার অনেক পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন।
মাংস বিতরণ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যার দৌলতদিয়া যৌনপল্লিতে বসবাসরত ১৫০০ পরিবারের মাঝে এক কেজি করে কোরবানির মাংস উপহার দিয়েছেন। এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ফিরিয়ে আনতে এবং তারা যেন আনন্দ-উচ্ছ্বাসে থাকতে পারে এ জন্য স্যারের এ আয়োজন।
মীর সামসুজ্জামান/এমএএস/এনএ