পবিত্র ঈদুল আজহার দিন তাহিরপুরের পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাওরে ভিড় করেছেন দর্শনার্থীরা। যদিও করোনাভাইরাসের সংক্রমণ রোধে পর্যটন এলাকায় দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। তারপরও এ নিষেধাজ্ঞা অমান্য করে ভিড় করতে দেখা যায় দর্শনার্থীদের।

পর্যটকরা বলছেন, ঈদের আনন্দ উদযাপনের জন্য টাঙ্গুয়ার হাওরে এসেছেন তারা। উপজেলা প্রশাসন বলছে, ঈদের দ্বিতীয় দিন থেকে পর্যটকদের আসা বন্ধ করতে মাঠে থাকবেন তারা।

বুধবার (২১ জুলাই) টাঙ্গুয়ার হাওর সরেজমিন ঘুরে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দর্শনার্থীরা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে নৌকা নিয়ে ভিড় করছেন। অনেকে নৌকায় সাউন্ড বক্স নিয়ে গান বাজিয়ে নেচে-গেয়ে ঘুরছেন। অনেকে আবার পানিতে নেমে ছবিও তুলছেন।

পর্যটকরা বলছেন, ঈদে একটু বাড়তি আনন্দ পেতে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছেন তারা। সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনেই টাঙ্গুয়ার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন তারা।

ধর্মপাশা উপজেলার দর্শনার্থী সালমান মিয়া ঢাকা পোস্টকে জানান, তারা ২৫ জন বন্ধু নৌকা ভাড়া করে টাঙ্গুয়ায় ঘুরতে এসেছেন।

নিষেধাজ্ঞার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, লকডাউন ২৩ তারিখ পর্যন্ত শিথিল হয়েছে জানেন তারা। তবে পর্যটন এলাকায় নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানেন না।

নৌকা চালক কাজল সরকার ঢাকা পোস্টকে বলেন, গরিব মানুষ আমরা। পর্যটকদের না নিয়ে আসলে না খেয়ে থাকতে হবে। তাই বাধ্য হয়েই পর্যটকদের নিয়ে আসছি।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির ঢাকা পোস্টকে বললেন, লকডাউন ২৩ জুলাই পর্যন্ত শিথিল হওয়ায় সাধারণ মানুষ মনে করছেন পর্যটন এলাকা হয়ত খুলে দেওয়া হয়েছে। তাই ঈদের দিন কিছু মানুষ ঘুরতে এসেছেন। তবে পর্যটকরা যাতে ঘুরতে না আসতে পারেন সে জন্য ঈদের দ্বিতীয় দিন থেকে আমরা নজরদারি বাড়াব।

সাইদুর রহমান আসাদ/এসকেডি