ঈদের পরের দিনেও গ্রামে ফিরছে মানুষ
ঈদের পর দিন বৃহস্পতিবার (২২ জুলাই) মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা পাড়ি দিয়ে অনেকেই গ্রামে ফিরছেন। পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আসা ফেরিগুলোতে দক্ষিণাঞ্চলমুখী অনেক যাত্রীকে পারাপার হতে দেখা গেছে। আজ যারা বাড়ি যাচ্ছেন মূলত তারা ঈদের ভিড় এড়ানোর জন্য দিনটি বেছে নিয়েছেন।
ঈদের আগেও যেমন দৌলতদিয়াতে ঢাকাফেরত যাত্রীদের চাপ দেখা গিয়েছিল ঠিক তেমনি ঈদের পরেও মানিকগঞ্জ থকে ছেড়ে আসা প্রত্যেক ফেরিতেই ঢাকাফেরত যাত্রীদের চাপ লক্ষ করা যায়।
বিজ্ঞাপন
আগামীকাল (২৩ জুলাই) থেকে ৫ আগস্ট সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ আরোপ থাকায় এ সব মানুষ ঢাকা ছাড়ছে বলে জানান তারা। তবে তাদের মাঝে সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি না মেনেই গাদাগাদি করে ফেরি পার হচ্ছেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে দৌলতদিয়ার ৫ নং ফেরিঘাটে সরেজমিন গিয়ে দেখা যায়, পাটুরিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা শহ আমানত ফেরিতে দুই শতাধিক মানুষ। ফেরিটি ঘাটে ভিড়ার সাথে সাথেই গাদাগাদি করে সামাজিক দূরত্ব না মেনেই কে কার আগে নামবে এমন একটা প্রতিযোগিতা শুরু করেছে। কারো মাঝেই নেই সচেতনতা। অনেকের মুখে মাস্কও নেই।
বিজ্ঞাপন
অপরদিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে আসা প্রতিটি লঞ্চে ছিলো উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব না মেনে অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাটে ভিড়ছে প্রতিটি লঞ্চে।
এ সময় কথা হয় ঢাকা থেকে আসা সাতক্ষীরাগামী লিটনের সঙ্গে। তিনি বলেন, ঈদের আগে ঘাটগুলোতে প্রচণ্ড ভিড় হয়, আর বর্তমান অবস্থা বেশি ভালো না, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদের পড়েই গ্রামের বাড়ি যাব। কিন্তু আজও ভিড়।
ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রী বলেন, ভেবেছিলাম এবার গ্রামের বাড়ি যাব না। কিন্তু দেখলাম শুক্রবার থেকে ১৪ দিন সব অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে। তাই এতদিন যেহেতু ছুটি পেলাম তাই গ্রামে চলে যাচ্ছি। ঢাকা থেকে আর কী করব?
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃৃৃপক্ষ দৌলতদিয়া ফেরিঘাট শাখার ম্যানেজার মো. শিহাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, অনেকেই ভিড় এড়াতে ঈদের দিন ও ঈদের পরের দিন রওনা দিয়ে থাকে। আজকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই উপচে পড়া ভিড় ছিল।
মীর সামসুজ্জামান/এমএসআর