টাঙ্গাইলে এক দিনে চারজনের মৃত্যু
টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৮৯ নমুনা পরীক্ষায় ১০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৯৬ শতাংশে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এতে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৭ জনে।
বিজ্ঞাপন
এদিকে জেলায় সংক্রমণের তালিকা দীর্ঘ হচ্ছে। টাঙ্গাইলের জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে আইসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছে করোনাের রোগীরা।
এমএসআর
বিজ্ঞাপন