গাজীপুরে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১৩৬ নমুনা পরীক্ষায় নতুন করে ৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১২, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭৩ জনে।

শুক্রবার (২৩ জুলাই) দুপুর ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান। সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ১৩৬ নমুনা সংগ্রহ করে ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৩২ জন, কালীগঞ্জে ৭ জন, শ্রীপুরে ২জন ও কাপাসিয়ায় ৭ জন রয়েছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ১ লাখ ৪৮০ জনের নমুনা পরীক্ষায় ১৬ হাজার ৪৭৩ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ১০ হাজার ৩০৯ জন, কালীগঞ্জে ১১৩৭ জন, কালিয়াকৈরে ১৭৫৮, কাপাসিয়ায় ১১৭১ ও শ্রীপুরে ২০৯৮ জন আক্রান্ত হয়েছেন।

ডা. মো. খাইরুজ্জামান জানান, নতুন পাঁচজনসহ এ পর্যন্ত জেলায় ৩১২ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ১৭৮ জন।

শিহাব খান/এমএসআর