রংপুরের পীরগাছায় ফুটবল খেলার মাঠে পছন্দের নম্বর-সংবলিত জার্সি পরাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে নিজ দলের খেলোয়াড়দের হামলায় দুই সহোদর গুরুতর আহত হয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন উপজেলার অন্নদানগর ইউনিয়নের রংনাথ গ্রামের নুরুল ইসলামের ছেলে নাঈম মিয়া (১৮) ও রাসেল মিয়া (২৪)।

শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার অন্নদানগর ইউনিয়নের রংনাথ দাখিল মাদ্রাসা মাঠে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার ঈদ উপলক্ষে রংনাথ দাখিল মাদ্রাসা মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা শুরুর আগে জার্সি নম্বর নিয়ে নাঈম ও রাসেলের সঙ্গে একই দলের নুরুল ইসলাম ও খাদেমুলের বাগবিতণ্ডা বাধে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। পরে নাঈম ও রাসেলকে মাঠের বাইরে ডেকে নিয়ে নুরুল ও খাদেমুল ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় ওই দুই ভাইকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অন্নদানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত দুই ভাইয়ের অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

ফরহাদুজ্জামান ফারুক/এনএ