করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা তিনজনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে।

এ ছাড়া একই সময়ে ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৫৭ জন পুরুষ এবং ২৯ জন নারী রয়েছেন।

রোববার (২৫ জুলাই) সকালে নেত্রকোনার সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিয়া ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার দুর্গাপুর উপজেলার ফারংপাড়া গ্রামের বাসিন্দা শতবর্ষী এক পুরুষ, একই উপজেলার বালিচান্দা এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সের এক নরী এবং জেলার পুর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সের এক পুরুষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মুত্যুবরণ করেছেন। তারা তিনজনই করোনায় আক্রান্ত ছিলেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে জেলার সদর উপজেলায় ৩৬ জন, মোহনগঞ্জে ২৪ জন, কেন্দুয়ায় ১০ জন, দুর্গাপুরে পাঁচজন, খালিয়াজুরীতে দুজন, আটপাড়ায় চারজন, বারহাট্টায় চারজন এবং মদনে একজন রয়েছেন।

এ পর্যন্ত নেত্রকোনায় ২২ হাজার ৮৭০ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ১ হাজার ৬৭০ জন সুস্থ হয়েছেন এবং অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

জিয়াউর রহমান/এসপি