রাজশাহী বিভাগজুড়ে আরও ১৮ জনের প্রাণ নিল মহামারি করোনা। গত এক দিনে আরও ১ হাজার ৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত বিভাগজুড়ে করোনা শনাক্ত হয়েছে ৭৮ হাজার ২৯৫ জনের। এর মধ্যে মারা গেছে ১ হাজার ২৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৫ জন, রাজশাহীতে ৪ জন, সিরাজগঞ্জে ৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ২, নাটোরে ২, নওগাঁয় একজন এবং পাবনায় একজন করে প্রাণ হারিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসাবে, এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৯৭২ জন। এর মধ্যে এক দিনে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৮১৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৭ জন।

একই দিনে হাসপাতালে এসেছেন ১৫৬ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১০ হাজার ৯০২ জন।

রোববার (২৫ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬৮ জন রাজশাহী জেলার বাসিন্দা। এ ছাড়া বগুড়ায় ২৪২, নাটোরে ১৫৪, পাবনায় ১০৩, সিরাজগঞ্জে ৯৮, নওগাঁয় ৭৫, জয়পুরহাটে ৩৪ এবং চাঁপাইনবাবগঞ্জে ৩২ জনের করোনা ধরা পড়েছে।

এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণহানি ঘটেছে ১ হাজার ২৩৩ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৫ জন, রাজশাহীতে ৪ জন, সিরাজগঞ্জে ৩ জন, চাঁপাইনবাবগঞ্জে দুজন, নাটোরে দুজন, নওগাঁয় একজন এবং পাবনায় একজন করে প্রাণ হারিয়েছেন। এই দিন জয়পুরহাট জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত বগুড়ায় ৫২৬, রাজশাহীতে ২২৩, চাঁপাইনবাবগঞ্জে ১৩৩, নওগাঁয় ১১৫, নাটোরে ১০৩, সিরাজগঞ্জে ৫২, জয়পুরহাটে ৪৮ এবং পাবনায় ৩৩ জন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ১ জুলাই ১৭ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৯ জন, ৪ জুলাই ৮ জন, ৫ জুলাই ১২ জন, ৬ জুলাই ২৪ জন, ৭ জুলাই ১৪ জন, ৮ জুলাই ১১ জন, ৯ জুলাই ২২ জন, ১০ জুলাই ১০ জন, ১১ জুলাই ২৩ জন, ১২ জুলাই ২১ জন, ১৩ জুলাই ২২ জন, ১৪ জুলাই ১২ জন, ১৫ জুলাই ১৭ জন, ১৬ জুলাই ৮ জন, ১৭ জুলাই ১৩ জন, ১৮ জুলাই ১৬ জন, ১৯ জুলাই ১২ জন, ২০ জুলাই ৯ জন, ২১ জুলাই ৯ জন, ২২ জুলাই ৬ জন, ২৩ জুলাই ৫ জন এবং ২৪ জুলাই ১৩ জন মারা গেছেন।

ফেরদৌস সিদ্দিকী/এনএ