ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাবাসসুম আক্তার (৪) ও ওমর মিয়া (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) দুপুরে উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ওমর সুহিলপুর গ্রামের মানিক মিয়ার ছেলে ও তাবাসসুম একই গ্রামের মহসিন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে ওমর ও তাবাসসুম মিলে বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তারা সেখান থেকে হারিয়ে যায়। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বাড়ির অদূরে একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সুহিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর দুই শিশুর মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

আজিজুল সঞ্চয়/এনএ