ফাইল ছবি

চট্টগ্রামে কামরুন নাহার নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কামরুন নাহার এনআরবি গ্লোবাল ব্যাংকে সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটিয়া উপজেলার পশ্চিম ঠেংড়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি মুরাদপুরের গাউছিয়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। 

পাঁচলাইশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, মুরাদপুরের একটি বাসা থেকে ফাঁস লাগানো অবস্থায় কামরুন নাহার নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি আত্মহত্যা কিনা তা এখনি বলা সম্ভব হচ্ছে না। মরদেহ ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এসপি