সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (২৬ জুলাই) বেলা ১১টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে করোনা পজিটিভ বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া নতুন করে ৭৯ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫২২ জন ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছে ১ হাজার ১৮৩ জন। তাদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন ও বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১৫৯ জন।

মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের আব্দুর রশিদ (৬৫), তালা উপজেরার পাঁচরোখি গ্রামের আফসার আলী (৭০), শিরাশুনি গ্রামের আনোয়ারা বেগম (৫০), সাতক্ষীরা সদরের সুলতানপুর এলাকার জোহরা খাতুন (৬০), দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের সুফিয়া বেগম (৫৫), পাটকেলঘাটা থানার চোমরখালি গ্রামের জোহর আলী (৭১) ও কালিগঞ্জ উপজেলা সদরের করোনা পজেটিভ নুরুজ্জামান (৫৫)। 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, মেডিকেল কলেজ হাসপাতালে ২০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ১১ জনের শরীরে করোনা পজিটিভ, বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

আকরামুল ইসলাম/এনএ