বাগেরহাটের মোংলায় ৭৩টি সন্ধি কচ্ছপসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (২৬ জুলাই) রাতে উপজেলার দিগরাজ এলাকা থেকে কচ্ছপসহ মনোজ রায় (৩০) নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনোজ রায়কে দুই হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

মনোজ রায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নারকেলবাড়ী গ্রামের মঙ্গল চন্দ্র রায়ের ছেলে।

উদ্ধার করা কচ্ছপ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে হযরত খান জাহান আলীর (র.) দীঘিতে ছাড়া হবে বলে জানিয়েছেন খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরী।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার স্টাফ অফিসার (অপারেশন) লে. এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মোংলার দিগরাজ শিল্প এলাকা সংলগ্ন আপাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তায় থাকা ৭৩টি সন্ধি কচ্ছপসহ একজনকে আটক করা হয়। জব্দ করা কচ্ছপের ওজন প্রায় ৭৮ কেজি। 

কচ্ছপগুলো ২৫ হাজার টাকায় কিনে মোংলার দিগরাজে বিক্রির জন্য এসেছিলেন তিনি। পরবর্তীতে কচ্ছপগুলো খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়।

তানজীম আহমেদ/এসপি