রংপুরে করোনা রোগীদের চিকিৎসাসামগ্রী প্রদান
করোনা মোকাবিলায় রংপুর স্বাস্থ্য বিভাগকে জরুরি চিকিৎসাসামগ্রী প্রদান করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। রংপুর চেম্বার ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদান করা সামগ্রীর মধ্যে ১০টি অক্সিজেন সিলিন্ডার, ২টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, ২টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন রয়েছে। এছাড়াও রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ৫০ বালিশ ও ৫০টি বেড শিট প্রদান করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলামের নিকট এসব সামগ্রী হস্তান্তর করেন এফবিসিসিআই-এর সিনিয়র সহসভাপতি ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় উপপরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম লেলিন, রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু প্রমুখ।
বিজ্ঞাপন
সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, করোনা চিকিৎসা ব্যয়বহুল। রোগী শনাক্তের ঊর্ধ্বগতিতে শুধু সরকারি হাসপাতালে এই রোগের চিকিৎসার ভার সামলানো প্রায় অসম্ভব। দরিদ্র মানুষের চিকিৎসায় বেসরকারি হাসপাতালেও বিশেষ ব্যবস্থা নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, সারাদেশে এফবিসিসিআই’র পক্ষ থেকে ১ কোটি মাস্কসহ ২ হাজার অক্সিজেন সিলিন্ডার, ২০০ হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, ২০০ অক্সিজেন কনসেনট্রেটর মেশিন বিতরণ করা হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন হাসপাতালের প্রবেশপথে অক্সিজেন বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু করোনাক্রান্তিতে রংপুরের মানুষের স্বাস্থ্য সেবার জন্য জরুরি চিকিৎসাসামগ্রী প্রদান করায় এফবিসিসিআই’র পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে তিনি সব ব্যবসায়ী মহলের প্রতি আহ্বান জানান।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর