বান্দরবানে বন্যার পানিতে ডুবে কিশোরের মৃত্যু
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে আশীষ বড়ুয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও একজন। মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলার ঘুমধুম ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আশীষ উপজেলার বড়ুয়া পাড়ার সুভাষ বড়ুয়ার ছেলে।
বিজ্ঞাপন
ঘুমধুম ইউনিয়নের চৌকিদার রঞ্জিত বড়ুয়া বলেন, তারা দুজন বন্যা দেখতে রাস্তায় বের হয়। এক পর্যায়ে ভারী বর্ষণে পাহাড়ি ঢলে সড়কে স্রোত সৃষ্টি হয়। তারা সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় স্রোতে ভেসে যায়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস জানান, ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলের পানিতে সড়ক ডুবে গেছে। স্রোতে ভেসে ঘুমধুম এলাকার আশীষ বড়ুয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
রিজভী রাহাত/এসপি