মাগুরায় ছুরিকাঘাতে কাজী গোলাম রসুল নামে এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বেরইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজী গোলাম রসুল বেরইল গ্রামের কাজী রওনক হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে গোলাম রসুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল কবীর জানান, হাসপাতালে আনার আগেই গোলাম রসুলের মৃত্যু হয়। বুকে ধারাল কিছু দিয়ে আঘাত করায় প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, গোলাম রসুল হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যার সঠিক কারণ উদঘাটন ও বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে কাজ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

মোহাম্মদ মিলন/এসএসএইচ