গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জন মৃত্যুবরণ করেছেন। নতুন করে ৩০৩ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৬২ দশমিক ৪৭ শতাংশ।

বুধবার (২৮ জুলাই) গাজীপুর জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে ২৭ জুলাই ২৭০ জন, ২৬ জুলাই ২৫৭ জন, ২২ জুলাই ২১৮ জন, ১৮ জুলাই ২৮৪ জন, ১৬ জুলাই ২৪৫ জন, ১৫ জুলাই ২৫২ জন, ১৩ জুলাই ২৫৬ জন, ৯ জুলাই ২৩৪ জন, ৪ জুলাই ২১৯ জন এবং ৭ জুলাই ২২০ জন শনাক্ত হয়েছিল।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৪৮৫ নমুনা পরীক্ষা করে ৩০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে গাজীপুর সদরে ১৩৬ জন, কালীগঞ্জে ৩৮ জন, কালিয়াকৈরে ৩৭ জন, কাপাসিয়ায় ৪৮ জন ও শ্রীপুরে ৪৪ জন।

তিনি আরও জানান, এ পর্যন্ত এ জেলায় ১ লাখ ২ হাজার ৯৬৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ হাজার ৫৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১০ হাজার ৮১৮ জন, কালীগঞ্জ উপজেলায় ১ হাজার ৩১৬ জন, কালিয়াকৈরে ১ হাজার ৮৬৩ জন, কাপাসিয়ায় ১ হাজার ৩৩২ জন, শ্রীপুরে ২ হাজার ২৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে নতুন ছয়জনসহ এ পর্যন্ত জেলায় ৩৩২ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৭৫৩ জন।

শিহাব খান/এনএ