রামেকের করোনা ইউনিটে প্রাণ গেল আরও ১৭ জনের
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জন মারা গেছেন। বুধবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। তাদের মধ্যে করোনায় মারা গেছেন ৫ জন। ১০ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন দুজন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পাবনার ৫ জন, রাজশাহীর ৪ জন, নাটোরের ৩ জন, কুষ্টিয়ার দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন এবং বগুড়ার একজন মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। এর মধ্যে পাবনার দুজন এবং রাজশাহী, নাটোর ও বগুড়ার একজন করে মারা গেছেন।
আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে পাবনার তিনজন, রাজশাহীর দুজন, নাটোরের দুজন, কুষ্টিয়ার দুজন এবং নওগাঁর একজন আছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হওয়া সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় রাজশাহীর একজন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় ৯ জন পুরুষ এবং ৮ জন নারী প্রাণ হারিয়েছেন করোনা ইউনিটে। যাদের ৬ জনের বয়স ৬১ বছরের বেশি। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৪১৫ জন। এর মধ্যে রাজশাহীর ১৮৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৫ জন, নাটোরের ৭৩ জন, নওগাঁর ৩৯ জন, পাবনার ৭৪ জন, কুষ্টিয়ার ১৩ জন, চুয়াডাঙ্গার দুজন এবং সিরাজগঞ্জ জেলার দুজন রোগী ভর্তি ছিলেন। ২০ শয্যার আইসিইউতে ভর্তি ছিলেন ১৯ জন। একদিনে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।
এর আগে বুধবার (২৮ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৬৪ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৪৩৯ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে ২৮ দশমিক ৯০ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৯ দশমিক ২৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
গত ১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত করোনা ও উপসর্গ রামেক হাসপাতালে প্রাণহানি হয়েছে ৫৪০ জনের। এর মধ্যে করোনায় ১৭২ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৩১ জন। বাকি ৩৭ জন করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন। এর আগে জুন মাসে হাসপাতালে মারা গেছেন ৪০৫ জন।
গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুন পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ১৬১ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৫ হাজার ৯২৭ জন। এই ১৪ মাসে মারা গেছেন ১ হাজার ৭৮ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। অন্যদের মৃত্যু হয়েছে করোনার উপসর্গ এবং অন্যান্য শারীরিক জটিলতায়।
ফেরদৌস সিদ্দিকী/এনএ/জেএস