ওমর ফারুক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. ওমর ফারুক (৩৭) মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওমর ফারুক কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখায় কর্মরত ছিলেন। তিনি কটিয়াদী উপজেলার পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আউলিয়াপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র দেড় মাস আগে একই উপজেলার সালমা আক্তারের সঙ্গে বিয়ে হয় ওমর ফারুকের। করোনায় অকালে প্রাণ হারালেন ওমর ফারুক। 

এদিকে ওমর ফারুরে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে এক শোক বার্তায় তিনি উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুকের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

এসকে রাসেল/আরএআর