সভাপতি মাহবুব রহমান (বামে) ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম

রংপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মাহবুব রহমান হাবু এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম সরকার রফিক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৪টায় ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা পৌনে ৬টায় শেষ হয়। নির্বাচনে ১৩টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রদান করেন। 

সহসভাপতি পদে আবু তালেব ও আব্দুর রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক পদে সাজ্জাদ হোসেন বাপ্পী, কোষাধ্যক্ষ পদে আব্দুর রউফ সরকার, ক্রীড়া সম্পাদক পদে নাজমুল ইসলাম নিশাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে একেএম মঈনুল হক বেসরকারিভাবে নির্বাচিত হন।

এছাড়া সদস্য পদে মোনাব্বর হোসেন, মমিনুর ইসলাম, জাকির হোসেন ও সাব্বির আরীফ মোস্তফা পিয়াল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে দফতর ও যোগাযোগ সম্পাদক পদে প্রার্থী না থাকায় সিদ্দিকুর রহমান সিদ্দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচন পরিচালনা করেন। এর আগে ১৩ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর