নোয়াখালীতে করোনা কেড়ে নিল আরও ৪ প্রাণ
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৪ জনে। নতুন করে ২২১ জনের করোনা শনাক্ত হয়।
জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৮১২ জনে। শুক্রবার (৩০ জুলাই) রাত ৮টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
বিজ্ঞাপন
তিনি জানান, ৭১৮ নমুনা পরীক্ষা করে ২২১ জন শনাক্ত হন। এর মধ্যে নোয়াখালী সদরে ৫৬ জন, সুবর্ণচরে ১০ জন, বেগমগঞ্জে ৩৭ জন, সোনাইমুড়ীতে ১৭ জন, চাটখিলে ১৮ জন, হাতিয়ায় চারজন, সেনবাগে ২১ জন, কোম্পানীগঞ্জে ২২ জন এবং কবিরহাটে ৩৬ জন রয়েছেন।
এ নিয়ে নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮১২ জন। যার মধ্যে সদরের ৫ হাজার ৫০৯ জন এবং বিভিন্ন উপজেলার ১০ হাজার ৩০৩ জন রয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৮৪ জনের। যার মধ্যে সদরের ৩৪ জন এবং বিভিন্ন উপজেলার ১৫০ জন রয়েছেন।
হাসিব আল আমিন/এমএসআর