ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। এর মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ৩৮৬ জন। একই সময়ে ৩৬১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৩৯ জনের। শনাক্তের হার ৩৮ দশমিক ৫০ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৬৬৪ জনের।

শনিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনায় মারা যাওয়া তিনজন হলেন- ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের আদমপুরের মরিয়ম বেগম (৬৫), ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের আলী মিয়া (৬০) ও আলফাডাঙ্গা উপজেলার চরডাঙ্গা গ্রামের কাঞ্চন মিয়া (৭০)।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে নতুন শনাক্ত ১৩২ জনের মধ্যে আলফাডাঙ্গায় ৭, ভাঙ্গায় ৯, বোয়ালমারীতে ৩, চরভদ্রাসনে ৭, সদরে ৭৬, মধুখালীতে ৬, নগরকান্দায় ৫, সদরপুরে ৯ ও সালথায় ১০ জন রয়েছে। বাকী সাতজন শনাক্ত হয়েছে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার (৩১ জুলাই) সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৭২ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৩৮৬ জন।

এসপি