ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। তাদের মধ্যে ৪ জন করোনায়, ২ জন উপসর্গে ও বাকি একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ৩৯০ জন।

একই সময়ে ২৩২ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৮০ জনের। শনাক্তের হার ৩৪ দশমিক ৪৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১৭ হাজার ৭১৪ জনের।

রোববার (১ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

পিসিআর ল্যাবের শনাক্ত ৮০ জনের মধ্যে ভাঙ্গায় ৬, বোয়ালমারীতে ১, চরভদ্রাসনে ৩, মধুখালীতে ৩, নগরকান্দায় ২ সদরপুরে ২ এবং ফরিদপুর সদরে ৩৩ জন। বাকি ৩০ জন শনাক্ত হয়েছে র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে রোববার সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৩১০ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২১২ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৯ জন। এ সময় সুস্থ হয়েছেন ৬০ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৩৯০ জন।

এনএ