দুই মাস পর কবর থেকে তোলা হলো প্রবাসীর মরদেহ
নরসিংদীর শিবপুরে দাফনের দুই মাস পর কবর থেকে এক প্রবাসীর মরদেহ উত্তোলন করেছে পুলিশ। রোববার (১ আগস্ট) বিকেলে উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর এলাকায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মরদেহটি উত্তোলন করা হয়।
গত ২৮ মে মারা যান প্রবাসী আনোয়ার হোসেন মিয়া (৩৭)। তিনি সৈয়দনগর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
বিজ্ঞাপন
মামলার বিবরণ থেকে জানা যায়, আনোয়ার হোসেন মিয়া দীর্ঘদিন সৌদিতে ছিলেন। তার স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতেন। গত ২৪ মে দেশে ফিরে শিবপুরের বানিয়াদী এলাকায় স্ত্রী সুমি আক্তারের সঙ্গে ওই ভাড়া বাসায় উঠেন তিনি। এর মধ্যে স্ত্রীর সঙ্গে টাকার হিসেবসহ অন্যান্য পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় তার। ২৮ মে সকালে স্ত্রী সুমি আনোয়ারের ভাই মনির হোসেনকে তার অসুস্থতার কথা জানান। পরে ওই ভাড়া বাসা থেকে স্থানীয় একটি হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এরপর ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় ওই প্রবাসীকে। ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের পর স্ত্রী সুমি আক্তারের সঙ্গে আনোয়ারের আরেক ভাই রুহুল আমিনের বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে গত ২৭ জুলাই রুহুল বাদী হয়ে স্ত্রীসহ মোট ৮ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আনোয়ার হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ইতোমধ্যে এটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
রাকিবুল ইসলাম/এসকেডি