মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১৫৩ জন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪৩ দশমিক ৮৩ শতাংশ। এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন তিনজন।

জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৮৩ জন। সোমবার (০২ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা।

তিনি বলেন, নতুন আক্রান্ত ১৫৩ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৫১ জন, সাটুরিয়ায় ২৭ জন, ঘিওরে ২৭ জন, শিবালয়ে ২২ জন, সিংগাইরে ১০ জন, হরিরামপুরে আটজন এবং দৌলতপুর উপজেলায় রয়েছেন আটজন।

তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৩২ হাজার ৪৭৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত  হয়েছেন পাঁচ হাজার ৪০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৩ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সোহেল হোসেন/এমএসআর