চিকিৎসার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকার সহায়তার চেক পেলেন নেত্রকোনার প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম। সোমবার (২ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চেক তুলে দেওয়া হয়।

চেক প্রদান অনুষ্ঠানে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে এবং প্রেসক্লাব সম্পাদক এম. মুখলেছুর রহমান খান পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট সানাওয়ার হোসেন ভূঁইয়া, প্রেসক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ্, দপ্তর ও লাইব্রেরি সম্পাদক দিলওয়ার খান প্রমুখ।

মো. জিয়াউর রহমান, নেত্রকোনা/এনএ