টাঙ্গাইলে তিন ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ৩
ফাইল ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে তিন ট্রাকের সংঘর্ষে রুবেল (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১২ ডিসেম্বর) রাত পৌনে একটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকার ৪ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রুবেলের বাড়ি ধামরাই উপজেলার ইন্দ্রারা নয়াচর গ্রামে। আহতরা হলেন- ধামরাইয়ের ফরহাদ হোসেন (৩০), ঠাকুরগাওয়ের জয়নুল (৩৮) এবং একই জেলার নজরুল (৩৫)।
বঙ্গবন্ধু পূর্ব সেতু থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, মহাসড়কের চরভাবলা এলাকার ৪ নম্বর ব্রিজের কাছে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে একটি ট্রাকের চালক রুবেল ঘটনাস্থলেই মারা যান। আহত হয় অপর ট্রাকের চালক এবং দুইজন সহকারী। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, তিন ট্রাকের একটিতে পোলট্রি ফিড, একটিতে কয়লা এবং অপরটিতে ফল বোঝাই ছিল।
এসপি