সাজাপ্রাপ্ত ৫ শিক্ষক

কুষ্টিয়ার মিরপুরে সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খুলে শিক্ষার্থীদের ক্লাস নেয়ায় পাঁচ শিক্ষককে জরিমানা করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস উপজেলার নিমতলা এলাকার নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুলে অভিযান চালিয়ে শিক্ষকদের জরিমানা করেন।  

সাজাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফিরোজ মাহমুদ (৩০), আমলা ইউনিয়নের নিমতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে শুভ (২০), সোহাগ আলী (১৭), ফরিদুজ্জামান (২০) ও আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের চাঁদ আলীর ছেলে রশিদ আহম্মেদ (২১)।
 
এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অমান্য করে নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুলে নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।  শনিবার দুপুরে ওই স্কুলে গিয়ে এর সত্যতা পাওয়ায় পাঁচ শিক্ষককে আটক করা হয়। পরে তারা সরকারি নির্দেশনা অমান্যের বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

আরএআর