৭ ঘণ্টায় ৪২ কিমি নদী সাঁতরালেন পল্লিচিকিৎসক
সাঁতার কাটছেন পল্লিচিকিৎসক বকুল সিদ্দিকী
নরসিংদীতে একটানা ৪২ কিলোমিটার নদী সাঁতরে আলোচনায় এসেছেন বকুল সিদ্দিকী নামের এক পল্লিচিকিৎসক। মঙ্গলবার (৩ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা সাঁতার কেটেছেন তিনি।
কিশোরগঞ্জের ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদী হয়ে নরসিংদীর রায়পুরার হাইরমারা ইউনিয়নের মনিপুরা বাজারঘাট পর্যন্ত বিরতিহীনভাবে ৪২ কিলোমিটার সাঁতার কেটেছেন বকুল সিদ্দিকী।
বিজ্ঞাপন
জানা যায়, বকুল সিদ্দিকী নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিল্লা গ্রামের ডা. সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন পল্লিচিকিৎসক।
বিজ্ঞাপন
বকুল সিদ্দিকী গত বছরের ২৩ আগস্ট টানা ৪ ঘণ্টায় সাঁতার দিয়ে ১৫ কিলোমিটার উত্তাল মেঘনা পাড়ি দেন। এর পর স্থানীয়দের পক্ষ থেকে ১ লাখ টাকাও পুরস্কার জিতে নেন তিনি।
এ বছর ব্যক্তিগতভাবে পূর্ব ঘোষণা দিয়ে ভৈরব বাজারের পাশ থেকে রায়পুরার হাইরমারা ইউনিয়নের মনিপুরাঘাটে ৪২ কিলোমিটার টানা সাঁতরে পার হন। ভোর পাঁচটায় শুরু হওয়া এই যাত্রা শেষ হয় দুপুর ১২টায়। এর পর স্থানীয়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বকুল সিদ্দিকী বলেন, নদীপথে সাঁতারের পূর্বের সব রেকর্ড ভাঙতে চাই। আগামীতে নদীপথে নরসিংদী থেকে ঢাকা যাওয়ার ইচ্ছা রয়েছে। মনের আনন্দেই আমি এই কাজটা করে থাকি।
রাকিবুল ইসলাম/এমএসআর