সুন্দরবন-সংলগ্ন কাটাখালী খাল থেকে বিষ (কীটনাশক) দিয়ে ধরা আট মণ চিংড়ি জব্দ করেছে বন বিভাগ। বুধবার (৪ আগস্ট) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বনরক্ষীরা এই মাছ জব্দ করা করেন।

এ সময় একটি নৌকাও জব্দ করা হয়। পরবর্তীতে বনরক্ষীরা চিংড়ি মাছগুলোকে কেরোসিন দিয়ে মাটিচাপা দেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বনরক্ষীরা পূর্ব সুন্দরবন এলাকার কাটাখালী খালে অভিযান চালান। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা জেলেরা পালিয়ে যান।

পরে নৌকায় রাখা ড্রামের মধ্যে হরিণা, চামিসহ কয়েক প্রজাতির আট মণ চিংড়ি পাওয়া যায়। এসব চিংড়ি সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীর পানিতে কীটনাশক দিয়ে ধরা হয়েছিল। এগুলো খাওয়া মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নৌকাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তানজীম আহমেদ/এনএ