নির্যাতনে মারা যাওয়া চালকের লাশ নিয়ে মহাসড়ক অবরোধ
ঢাকার উত্তরা পূর্ব থানায় ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত আটক থাকা অবস্থায় বগুড়ার ট্রাকচালক লিটনের পুলিশি নির্যাতনে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। যা ‘আত্মহত্যা’ নামে প্রচার করা হয়েছে। চালক লিটন হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় চালক লিটনের মরদেহ নিয়ে বিক্ষোভ করা হয়।
মৃত লিটন প্রামাণিক কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের সলেমান প্রামাণিকের ছেলে। লিটন প্রামাণিক পেশায় একজন ট্রাকচালক এবং আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য।
বিজ্ঞাপন
বগুড়ায় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা বুধবার ভবেরবাজার এলাকায় বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধকালে মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা পুলিশ হেফাজতে চালকের মৃত্যুকে ‘হত্যা’ উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শাস্তি না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
বিজ্ঞাপন
সমাবেশে বগুড়া জেলা ট্রাক মালিক সমিতি এবং মোটর মালিক গ্রুপ এবং মোটর শ্রমিক ইউনিয়নসহ পরিবহন সেক্টরের বিভিন্ন স্তরের নেতরা বক্তৃতা করেন।
আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বগুড়ার সভাপতি আব্দুল মান্নান মণ্ডল অভিযোগ করে বলেন, লিটন প্রমাণিক তার ট্রাকে ৩০ জুলাই চট্টগ্রাম থেকে চাল নিয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সরকারি গুদামের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে তিনি তার ট্রাকটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে একটি দোকানে যান। সেখান থেকে র্যাব সদস্যরা তাকে আটক করে ঢাকার উত্তরা পূর্ব থানায় পাঠায়।
সমাবেশে মালিক ও শ্রমিক নেতারা বলেন, ‘ট্রাকচালক লিটন হত্যার ঘটনার সঙ্গে জড়িত ঢাকার উত্তরা পূর্ব থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণ করতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি নির্যাতন করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। বিচার না হলে আগামী ৮ আগস্ট থেকে সারাদেশে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি শুরু করবে বলেও জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল, সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল ও আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন বগুড়ার সম্পাদক খলিলুর রহমান খলিল, কার্যকরী সভাপতি রাসেল মন্ডল প্রমুখ।
সাখাওয়াত হোসেন জনি