সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার (৫ আগস্ট) ১২টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ জন, নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। এছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৭ জন। এ নিয়ে জেলায় উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৬৫ জন ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

মৃতরা হলেন সাতক্ষীরা সদরের হাড়দ্দহ গ্রামের ছফুরা বেগম (৪২), সুলতানপুর এলাকার বিমলা দত্ত (৬০), নলতা গ্রামের হাবিবুর রহমান (৫০), কালিগঞ্জ উপজেলার মাসুদ বিল্লাহ (৪০), বাজাগরগ্রামের শেখ আব্দুল হামিদ (৫০), কলারোয়ার হিজলদি এলাকার ইমানুর রহমান (৩৬), গদখালি গ্রামের রাশিদা বেগম (৬০) ও দেবহাটার নওয়াপাড়া গ্রামের আব্দুর রহিম (৮৫)।

করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৭৭ জন। এদের মধ্যে ১৯ জনের শরীরে করোনা পজিটিভ, ১৫৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা আটজন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ জন, নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন।

আকরামুল ইসলাম/এমএসআর