কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে তল্লাশির সময় রোগী বহনকারী একটি মাইক্রোবাসে ক্রিস্টাল মেথ বা আইস ও ইয়াবা মিলেছে। যা দেখে রীতিমত হতবাক কর্তব্যরত বিজিবি সদস্যরা। এসময় আব্দুল কুদ্দুস (২৯) নামে একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে এসব তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। আটক আব্দুল কুদ্দুস টেকনাফের উত্তর ডেইলপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

বিজিবি জানায়, বুধবার মধ্যরাতে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি রোগীবাহী মাক্রোবাস থামানো হয়। গাড়ির ভেতর রোগী সেজে বসে আছে কয়েকজন। কিন্তু কথায় সন্দেহ হওয়ায় গাড়িটি তল্লাশির সিদ্ধান্ত নেয়া হয়। পরে মাইক্রোবাসের এসির বক্সের ভেতর লুকানো ৩৩ লাখ টাকা মূল্যের ১১ হাজার ইয়াবা ও ২৮ লাখ টাকা মূল্যের ২৮০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, করোনা মহামারির কারণে গাড়ি চলাচলের বিধিনিষেধ থাকায় রোগী বহনের নতুন পন্থা অবলম্বন করছে মাদক ব্যবসায়ীরা। এসব পন্থায় মাদক পাচার ঠেকাতে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। 

মুহিববুল্লাহ মুহিব/এমএএস