রাজশাহী বিভাগজুড়ে ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নাটোর ও বগুড়ায় ৪ জন করে, সিরাজগঞ্জে ৩ জন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং জয়পুরহাট জেলায় একজন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগে প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৩৮৪ জনে।

এক দিনে আরও ৬৮৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে বিভাগজুড়ে। এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৮৬ হাজার ৭২১ জনের। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৮৯৬ জন।
 
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৮ জন। একই দিনে হাসপাতালে এসেছেন ১৫৯ জন। করোনায় সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২ হাজার ৭৫৪ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৬৮৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর মধ্যে ২১৮ জন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীর ১২৩, পাবনার ১০৯, বগুড়ায় ১০৫, নাটোরের ৬৮, চাঁপাইনবাবগঞ্জে ৩৫, জয়পুরহাটে ১৫ এবং নওগাঁয় ১৩ জনের করোনা ধরা পড়েছে।

এ পর্যন্ত বিভাগে করোনায় প্রাণহানি ঘটেছে ১ হাজার ৩৮৪ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় নাটোর ও বগুড়ায় ৪ জন করে, সিরাজগঞ্জে ৩ জন,  রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং জয়পুরহাট জেলায় একজন করে মারা গেছেন। এই দিন পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত বগুড়ায় ৫৭৯, রাজশাহীতে ২৫৩, চাঁপাইনবাবগঞ্জে ১৪৩, নওগাঁয় ১২৩, নাটোরে ১২৭, সিরাজগঞ্জে ৭৩, জয়পুরহাটে ৫২ এবং পাবনায় ৩৪ জন মারা গেছেন। 

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর