মমেক হাসপাতালে করোনা আক্রান্ত দুই নবজাতক
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত দুই নবজাতকের চিকিৎসা চলছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চিকিৎসাধীন দুই নবজাতকের একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মানিক মিয়া ও নিলুফা দম্পতির সন্তান। তার বয়স ২৩ দিন। অপরজন তারাকান্দা উপজেলার লিটন মিয়া ও রানু আক্তারের সন্তান। তার বয়স ১৩ দিন। দুই নবজাতকই করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত।
বিজ্ঞাপন
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, জুলাই মাস থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন ওই দুইজন ছাড়াও আরও আট নবজাতককে মমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে। যাদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন করোনায় এবং ১৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিজ্ঞাপন
হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৫৮০ জন রোগী ভর্তি আছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন।
ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষা করে ৩১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।
উবায়দুল হক/আরএআর