যশোরে ২৪ ঘণ্টায় ৫৭৩ নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পেয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৫৬৪ জনে। একই সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন।

যশোরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭৯ জনে। শুক্রবার (০৬ আগস্ট) যশোর সিভিল সার্জন অফিসের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক দিনে ১৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯১ জন, মনিরামপুরে ৩, ঝিকরগাছায় ১২, শার্শায় ৭, চৌগাছায় ৫, বাঘারপাড়ায় ২ ও অভয়নগরে ১৫ জন রয়েছেন। শনাক্তের হার ২৩ দশমিক ৫৬ শতাংশ।

জাহিদ হাসান/এমএসআর