নিহত মো. নাসির উদ্দিন খাঁন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. নাসির উদ্দিন খাঁন (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। শুকবার (০৬ আগস্ট) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাড়কের পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাসির উদ্দিন খাঁন নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মোটরসাইকেলে করে নিজের সহকারী রাজীব সাহাকে (২৮) নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণকাজের একটি সাইট পরিদর্শনে জন্য বাড়ি থেকে বেড় হন। দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাড়কের পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। 

এ সময় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে দুইজনই গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে স্থানীয় কয়েকজন উদ্ধার করে ভাগলপুর জহিরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে নাসির উদ্দীন খানের মৃত্যু হয়। তার সহকারী রাজীব গুরুতর আহত অবস্থায় জহিরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাকুন্দিয়া থানার আহুতিয় পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসকে রাসেল/আরএআর