নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৯ জনে। নতুন করে আরও ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ১৪১ জনে। শনাক্তের হার ৩০ দশমিক ৩৭ শতাংশ।

শুক্রবার (৬ আগস্ট) রাত ১১টায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৫৪০টি নমুনা পরীক্ষা করে ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ১৮ জন, চাটখিলে ২৪ জন, সোনাইমুড়ীতে ৪৪ জন, সেনবাগে ২৭ জন, কোম্পানীগঞ্জে ৩১ জন এবং কবিরহাটে ১৩ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছেন ১৭ হাজার ১৪১ জন। যার মধ্যে সদরে ৫ হাজার ৮৭১ জন এবং বিভিন্ন উপজেলার ১১ হাজার ২৭০ জন রয়েছেন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৯৯ জনের। যার মধ্যে সদরের ৩৬ জন আর বিভিন্ন উপজেলার ১৬৩ জন রয়েছেন।

হাসিব আল আমিন/এমএইচএস