সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) দুপুর ১২টা থেকে শনিবার (৭ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন। এছাড়া নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। এ নিয়ে জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৭২ জনে ও ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

২৪ ঘণ্টায় মৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইভাকুড় গ্রামের আরশাদ গাজী (৮০), রাজাপুর গ্রামের হাসিনা বেগম (৫০), ভেটখালি গ্রামের আব্দুস সামাদ (৬৯), সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের আব্দুল হামিদ (৮০) ও শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের মাজেদা খাতুন (৫৫)।

করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬০ জন। এদের মধ্যে ১৪ জন করোনা পজিটিভ।

তিনি আরও জানান, হাসপাতালে ১৪৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা ৫ জন মারা গেছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন। নতুন ভর্তি হয়েছেন ২৫ জন।

আকরামুল ইসলাম/এমএইচএস