নিহত রাকিবুল ইসলাম

হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার ১০ দিন পর অবশেষে মারা গেলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম (২২)। শনিবার (০৭ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক এ এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত ২৮ জুলাই রাত ৯টার দিকে উপজেলার তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের ঢালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাকিবুলের ডান হাতের কবজি কেটে নেয় প্রতিপক্ষের লোকজন। এ সময় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ও তার ভাই রায়হান গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ও রায়হানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকালে রাকিবুলকে মুমূর্ষু অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার বেলা ১১টার দিকে সেখানে রাকিবুলের মৃত্যু হয়। 

এর আগে হামলার ঘটনায় ২৯ জুলাই রাতে রাকিবুল ইসলামের মা রাহিমা বেগম কলাপাড়া থানায় মামলা করেন। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত আসামি নোমান হাওলাদার, খলিল হাওলাদার, নয়ন বয়াতী ও রুবেল সিকদারকে গ্রেফতারসহ হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় মিঠাগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ইতোমধ্যে মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি তরিকুলসহ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

কাজী সাঈদ/আরএআর