কুষ্টিয়ায় আরও ১২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১১ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। শনিবার (০৭ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (০৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল ১০টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২২৬ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৭৪ জন এবং ৫২ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে নতুন ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৭ জনে। নতুন ১১৪ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৮ জন।
বিজ্ঞাপন
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ৮৪ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১১৫ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৩৯ জন, দৌলতপুরের ১৮ জন, কুমারখালীর তিনজন, ভেড়ামারার ৩১ জন, মিরপুরের ১৪ জন এবং খোকসা উপজেলার ৯ জন রয়েছেন।
এখন পর্যন্ত জেলায় ৯১ হাজার ৫ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৫ হাজার ১৫৩ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৩৮ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫৭ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৭৮১ জন।
রাজু আহমেদ/এসপি