বান্দরবানে অজ্ঞাতপরিচয় এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) আনুমানিক রাত সাড়ে ১২টায় সময় জেলা সদরের রাজবিলা ইউনিয়নের গলাচিপা এলাকায় রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে পথচারীরা পুলিশ প্রশাসনকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই বিষয়ে বান্দরবান সদর থানার দায়িত্বরত এসআই মির্জা নুর আলম জানান, আমরা ঘটনার সত্যতা জানার চেষ্টা করছি। তবে লাশটি কার এবং কোথা থেকে এসেছে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

‌রিজভী রাহাত/এমএসআর