বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ ও উপসর্গে ৪ জন রয়েছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৪ ও সুস্থ হয়েছেন আরও ৯৬ জন।

রোববার (০৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করছেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

করোনায় বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে সদরের ফনিন্দ্রনাথ (৭২) ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে সদরের আইয়ুব আলী (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপরজন বগুড়া জেলার বাইরের বাসিন্দা।

বগুড়ায় করোনায় নতুন করে জেলার বাসিন্দার মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জন। জেলার বিভিন্ন হাসপাতালে করোনা উপসর্গে ৪ জন মারা গেছেন।

ডা. তুহিন জানান, বগুড়ায় এক দিনে মোট করোনার ৮৬৩ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭৪ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ২০ দশমিক ১৬ ভাগ।

আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৯০ জন, শেরপুরের ৩৮ জন, শাজাহানপুরের ১৪ জন, শিবগঞ্জের ১০ জন, দুপচাঁচিয়ার ৬ জন, সোনাতলার ৪ জন, সারিয়াকান্দির ৩ জন, কাহালুর ২ জন, নন্দীগ্রামের ২ জন, ধুনটের ২ জন, গাবতলীর ২ জন এবং আদমদিঘীর ১ জন রয়েছেন।

ডা. তুহিন আরও জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬ জন। জেলায় নতুন আক্রান্তসহ করোনায় আক্রান্ত হলেন মোট ১৯ হাজার ৭০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন। ১৭ হাজার ৮২৪ জন এবং ১ হাজার ২৯১ জন চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্সে ৪৯৫ জন করোনায় চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও কলেজ হাসপাতালে ২৩৯ জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ১৭২ জন, টিএমএসএস হাসপাতালে ৬৪ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন রয়েছেন।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর